1394
Published on এপ্রিল 28, 2020করোনাভাইরাসের প্রভাবে গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের ২৫০ হিন্দু পরিবারের মাঝে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা সাহাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নবীন কির্ত্তনীয়া।
সোমবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেল বাড়ি গ্রামে বিভিন্ন এলাকায় নিম্নআয়ের হিন্দু পরিবারের মধ্যে চাল, আটা, ডাল, আলু, তেল, পিয়াজ, সাবান বিতরণ করা হয়।
এ সময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আ. রহমান বিশ্বাস, সাহাপুর ইউপি চেয়ারম্যান সুবধ চন্দ্র হিরা, সাহাপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কৌশিক চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন