পাকুন্দিয়ায় অসহায়দের মাঝে সাবেক এমপির খাদ্য বিতরণ

920

Published on এপ্রিল 28, 2020
  • Details Image

করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগ ও পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন উপজেলার দুই হাজার অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কুমড়ি ব্রিজ সংলগ্ন নির্মাণাধীন মসজিদ ঠিকানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করা হয়। এ সময় পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসভাপতি তৌফিকুল হাসান সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় পরিবারের কাছে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক লিটার তেল ও তিনটি করে সাবান দেয়া হয়।

এ ব্যাপারে অ্যাডভোকেট সোহরাব উদ্দিন সাংবাদিকদের জানান, করোনার কারণে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া লোকজন। এ কারণে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার দুই হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ সময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত