1161
Published on এপ্রিল 28, 2020করেনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে দেশ। সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে চাল, ডাল, তেল, সবজিসহ বিভিন্ন প্রকার খাবার দেওয়া হচ্ছে। ঠিক এই সংকটময় সময়ে পুষ্টির কথা চিন্তে করে হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান। প্রায় ৩ হাজার ৫০০ পরিবারের মাঝে ১০টি করে ডিম দেয়া হয়। এমন সময়ে ডিমগুলো পেয়ে খুশি এই অসহায় পরিবারগুলো।
উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন জানান, করোনা ভাইরাস এবং দীর্ঘ সময় লকডাউনের কারণে অনেক মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষগুলোর জীবনযাত্রার মান। বন্ধ রয়েছে হাট বাজারসহ বিভিন্ন হোটেল রেস্তোরা। কাজ না থাকায় অনেকেই পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এদিকে শুরু হয়েছে রমজান মাস। আয় না থাকায় অনেক অসহায় পরিবার তাদের সন্তানদের পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে পারছে না। এই অসহায় পরিবারগুলোর কথা চিন্তা করে আমার নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ৩ হাজার ৫শ' পরিবারের মাঝে ১০টি ডিম বিতরণ শুরু করেছি।
এদিকে হিলির বাসুদেবপুর গ্রামের হোটেল শ্রমিক নওশাদ জানান, করোনা ভাইরাসের কারণে মাস পেরিয়ে গেলো দশটা টাকা রোজগার করতে পারেনি। গতকাল ১০ কেজি চাল, আলু পেয়েছি, আজ চেয়ারম্যান ১০টা ডিম দিয়েছে। তা দিয়ে কয়েকদিন চলবে