দিনাজপুরে ১০ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ

1824

Published on এপ্রিল 28, 2020
  • Details Image

দিনাজপুর সদর উপজেলার ১০ ইউনিয়নের দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

বিতরনকালে তিনি বলেন 'ত্রাণের জন্য কাউকে চাঁদা দেবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেবেন। বিত্তশালী ও ব্যবসায়ীরা অসহায় মানুষের পাশে দাঁড়ান।'

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে ভয়ভীতি দেখিয়ে ত্রাণের জন্য মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। কেউ এমন করলে ছাড় দেয়া হবে না। দেশে খাদ্য ঘাটতি নেই। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। দেশে যতদিন করোনা সঙ্কট থাকবে ততদিন খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

ইকবালুর রহিম বলেন, রমজান মাস রহমতের মাস। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন। আল্লাহর রহমতে করোনাভাইরাসমুক্ত হবে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন; জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা দিচ্ছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত