891
Published on এপ্রিল 28, 2020নওগাঁর ধামইরহাটে ২৭০০ পরিবারকে সবজি সহায়তা দিয়েছে ছাত্রলীগ।
সোমবার (২৭ এপ্রিল) আগ্রাদ্বিগুণ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২৭০০ পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেনের নিজ উদ্যোগে সবজি বিতরণ করেন।
বিতরণকৃত সবজির মধ্যে ছিল- মিষ্টি কুমড়া, করলা, বেগুন, ভেন্ডি, কাঁচা মরিচ, লাল শাক, খুড়া, পাটের শাক, পুঁইশাক প্রভৃতি।
আকতার হোসেন বলেন, ‘সম্প্রতি করোনাভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন মানুষের জীবন থমকে গেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভাগ্য বিড়ম্বিত অসহায় এসব মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে নিজ উদ্যোগে নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি।’
এসময় নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহনাজ পারভীন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইজাবুল হোসেন, ধামইরহাট উপজেলা যুবলীগের সহ সম্পাদক কাজী ফারুক, ছাত্রনেতা রাজু আহমেদ, মোহাম্মদ আলী, নূর আলম, শাহীন, জাহিদ, কাজী বুলবুল, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।