1607
Published on এপ্রিল 28, 2020যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায় কেশবপুরে ২ হাজার ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। রবিবার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট শাহীন চাকলাদারের পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু।
এ সময় ২ হাজার ৬ শ’ পরিবারের জন্য ১হাজার ৩ শ’ কেজি তৈল, ১ হাজার ৩ শ’ কেজি চিনি, ১ হাজার ৩ শ’ কেজি পেঁয়াজ, ২ হাজার ৬ শ’ কেজি ছোলা ও ২ হাজার ৬ শ’ কেজি চিড়া প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ। এর আগে তিনি আরো ৬ হাজার ৬ শ পরিবারের মাজে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সাবান, আটা প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরে এ পর্যন্ত ৯ হাজার ২ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।