1100
Published on এপ্রিল 27, 2020করোনাভাইরাস সংক্রমণের কারণে নিম্ন আয় ও দিনমজুর অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য বেলাল নূরী। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক হেলাল নূরী।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন, দাতমারা ইউনিয়ন, নারায়নহাট ইউনিয়ন,সুয়াবিল ইউনিয়ন, ভূজপূর ইউনিয়নসহ আরো কয়েকটি ইউনিয়নে 'নূর মোহাম্মদ আলকাদেরী ফাউন্ডেশন' এর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ এবং ১ কেজি লবন দেয়া হয়।
খাদ্য সহায়তা বিতরণের সময় সবার কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য দোয়া চান বেলাল নূরী।