2438
Published on এপ্রিল 27, 2020করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এমন অবস্থায় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ অনুযায়ী রাজধানী জুড়ে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দেয়া অব্যহত রেখেছে মহানগর যুবলীগ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারন সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা এ পর্যন্ত ৫০০০ অসহায় পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছেন।
ঢাকা মহানগর যুবলীগ উত্তর যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেনের উদ্যোগে মহানগর উত্তরের ৬৫ টি ওয়ার্ডে গত ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারওয়ার হোসেন বাবু নিজ উদ্যোগে এ পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে প্রায় ২৮৩০ জন অসহায় মানুষ ও কর্মীকে খাদ্য সহায়তা দিয়েছেন।