1727
Published on এপ্রিল 27, 2020দাউদকান্দিতে বারপাড়া ইউনিয়নে কুমিল্লা (উঃ) জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি বিল্লাল মুন্সীর নিজ অর্থায়নে, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৯ টি গ্রামের ৭০০টি পরিবারে এ ত্রাণ পৌঁছান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
এ সময় মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, দাউদকান্দি উপজেলার একজন কর্মহীন খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকবে না। সরকারি-বেসরকারি ভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে, প্রতিটি মধ্য ও নিম্ন মধ্যম আয়ের পরিবার এবং অসহায় দুস্থদের মাঝে,পর্যায়ক্রমে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে যারা সামাজিক মর্যাদার কারণে ত্রাণ নিতে আসতে পারছে না, তাদের জন্য হেল্পলাইন সেবার মাধ্যমে খাদ্য ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। এ পর্যন্ত সরকারি / বেসরকারি উদোগ্য মোট আনুমানিক ৪০,০০০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।