ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুরের সাংসদ

1630

Published on এপ্রিল 27, 2020
  • Details Image
    বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করছেন মনোরঞ্জন শীল গোপাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শনিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।

দেড় শতাধিক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, রোলেক্স বেকারির প্রোপাইটর মো. শফিউল্লাহ শুক্লা, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ফিরোজ আলম প্রমুখ।

মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত সকলকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি আরও বলেন, শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গুজব থেকে সাবধান থাকার অনুরোধও করেন তিনি।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত