2985
Published on এপ্রিল 27, 2020মতিঝিল থানা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার রানা ব্যক্তি উদ্যোগে ৬০০ পরিবারকে রমজানের খাদ্য সহায়তা দিয়েছেন।
২৫ এপ্রিল পঞ্চম দিনের মত কলাবাগান, ঝিকাতলা, বাংলা মটর, মগবাজার, বনশ্রী,কমলাপুর,শাহজাহানপুর, সিপাহী বাগ, ভূইয়া পাড়া, বাসাবো, মুগদাপাড়া, মানিকনগর, গোড়ান সহ কিছু এলাকাতে রমজানের উপহার দেওয়ার ব্যাবস্থা করেছেন। এছাড়াও যারা ফোন এবং টেক্সট করেছেন তেমন মধ্যবিত্ত পরিবারের বাসায় দরজায় খাবার পৌঁছনোর ব্যাবস্থা করা হয়েছে।