1475
Published on এপ্রিল 27, 2020ঢাকা মহানগর উত্তর যুবলীগ ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মিরপুরের পল্লবীর একটি স্কুল মাঠে মহানগরের ২৫টি ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে ৪ হাজার পরিবারের মাঝে বিতরণের জন্য খাবারের প্যাকেটগুলো তুলে দেন।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মাঠে রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। করোনা ভাইরাসে নাগরিক সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
করোনা নিয়ে সচেতনতামূলক মাইকিং করে দেশের সকল সাধারণ জনগণকে সচেতন করার দায়িত্বও পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। লকডাউন শুরু হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত করোনার প্রকোপ এদেশে থাকবে ততদিন পর্যন্ত কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তার দিয়ে যাওয়ার কার্যক্রম হাতে নিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা।