2050
Published on এপ্রিল 27, 2020ময়মনসিংহের গফরগাঁওয়ে মারণঘাতি করোনাভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা পেল ৭০০ কর্মহীন শ্রমজীবী পরিবার।
আজ রবিবার উপজেলার যশরা ও গফরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, তারিকুল ইসলাম রিয়েল, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ প্রকল্পের খাদ্য সামগ্রী রবিবার উপজেলার গফরগাঁও ইউনিয়নে ২৮৫ ও যশরা ইউনিয়নে ঘরবন্দি ৩৮৫টি শ্রমজীবী পরিবার এবং ৩০ জন অটোভ্যান চালকের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যারের সার্বক্ষণিক নজরদারিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জিআর প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ঘরবন্দি কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।