নেত্রকোনায় দেড় হাজার মানুষকে খাদ্য সহায়তা দিলেন সাবেক সাংসদ

1537

Published on এপ্রিল 27, 2020
  • Details Image

নেত্রকোণা-১ (কলমাকান্দা- দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী'র উদ্যোগে এ পর্যন্ত প্রায় ১৫০০ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। দেশের এই দূর্যোগময় মুহূর্তে গরীব-অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছেন রুহী। নিজ এলাকার গরীব-অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

এছাড়াও সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর উদ্যোগে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকার পিপিই বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন সাবেক সংসদ সদস্য (নেত্রকোনা-১) মোশতাক আহমেদ (রুহী) ও তাঁর নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত