চাঁদপুরের মতলবে ৫ শতাধিক পরিবারে যুবলীগের খাদ্য সহায়তা বিতরণ

1053

Published on এপ্রিল 27, 2020
  • Details Image

করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল খাদ্য সহায়তা করেছেন। ২৫ এপ্রিল শনিবার তাঁর ব্যক্তিগত অর্থায়নে চাঁদপুরের মতলব পৌরসভার নয়টি ওয়ার্ডে ৫ শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মাইনুল হোসেন খান নিখিলের জন্মস্থান এলাকায় তাঁর পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। এসময় যুবলীগ নেতা আব্দুল হাকিম তানভীর, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, পলিটেকনিকেল ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তানভীরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভায় ৫০০ এবং মতলব উত্তর উপজেলায় ১০০০ পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এছাড়া স্থানীয় হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত