পাটগ্রামে ৫০০ পরিবার পেল যুবলীগের খাদ্য সহায়তা

922

Published on এপ্রিল 27, 2020
  • Details Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত দু’দিন ধরে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক মো. সাদেকুল ইসলাম সজীব এবং ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান সুজন।

এ সময় প্রত্যেককে খাদ্যসামগ্রী হিসেবে চাল, আটা, মুড়ি, আলু, তেল, ছোলা, লবণ, চিনিসহ বিভিন্ন খাদ্রসামগ্রী দেওয়া হয়।

পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক মো. সাদেকুল ইসলাম সজীব এবং ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান সুজনের ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত