লকডাউনে থাকা ১২ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আওয়ামী লীগ নেতা

1064

Published on এপ্রিল 26, 2020
  • Details Image
    লকডাউনে থাকা বাড়িতে পৌঁছে গেছে মো. মাওলাদ হোসেনের খাদ্য সহায়তা

বানারীপাড়ায় করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ীসহ লকডাউনে থাকা ১২টি বাড়ীতে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা তার ব্যক্তিগত তহবিল থেকে উয়দকাঠি ইউনিয়নের মধুরভিটা গ্রামে লকডাউনে থাকা ১২টি পরিবারের বাড়ি বাড়ি ত্রান সহায়তা পৌছে দেওয়ার ব্যবস্থা করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,তেল, আলু, ছোলাবুট,চিনি।

অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা বলেন, বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নে ১২টি বাড়ী লকডাউনে থাকায় তারা কেউ বাসার বাহিরে বের হতে পারছে না। তাদের জন্য খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে । এছাড়া রমজানে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উচিত।

এদিকে গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮এপ্রিল ওই তরুনী রোগী ও তার সঙ্গে থাকা তার মায়ের(৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পজেটিভ আসে।তারপর থেকে ওই বাড়ি লকডাউন ঘোষনা করে প্রশাসন।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা তার ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত বানারীপাড়া উপজেলায় দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ১ হাজার পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত