1101
Published on এপ্রিল 26, 2020দেশে করোনাভাইরাস সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মানবিক সহায়তা বিতরণ শুরু হয়েছে। ফরিদপুরের জেলা সদরের ৩৩ হাজার পরিবার এই সহায়তা পাবে। এই উপহারপ্রাপ্তদের নির্দিষ্ট কার্ড করে দেওয়া হয়েছে।
রোববার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথমদিনে সেখানে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, তার ইউনিয়নে ১ হাজার ১১২ পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হবে।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তা স্বরুপ এই উপহার বিতরণ করা হচ্ছে। সদর উপজেলার ৩৩ হাজার পরিবারের মাঝে উপহারের কার্ড বিতরণ করা হবে।