শতাধিক পরিবারে পৌঁছে গেলো প্রধানমন্ত্রীর উপহার

2258

Published on এপ্রিল 26, 2020
  • Details Image

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্য সামগ্রী গরিব-দুস্থ অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। ২৩ এপ্রিল বৃহস্পতিবার লালবাগের ললিত মোহন দাস লেনসহ ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

এ সম্পর্কে হুমায়ুন কবীর কালের কণ্ঠকে বলেন, 'ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী পৌঁছে গিয়েছে এবং স্থানীয় কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তা গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ত্রাণ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না তা সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করছি।'

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, 'যদি কেউ কোথাও কোন অসহায় মানুষ বাদ পড়ে। তবে তাকে বিশেষ বিবেচনা করে আমরা পুনরায় দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটি স্থানীয় কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ অনুসারে গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে।'

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত