1327
Published on এপ্রিল 26, 2020দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯টি উইনিয়নের অসচ্ছল আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের ৬২০ জন নেতাকর্মীর মাঝে শনিবার বিকেল সাড়ে ৪টায় নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ীকমিটির সদস্য এমপি শিবলী সাদিক।
পবিত্র রোজা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা সরকারি পাইলট স্কুলমাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি মসুরডাল ও কেজি লবণ। এ ছাড়া বাজারের ৪৫ জন মোটরসাইকেল মেরামতকর্মী ও উপজেলার বিভিন্ন গ্রামে ২৮০টি অসহায় দুস্থ শ্রমজীবী পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানতে চাইলে শিবলী সাদিক এমপি কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ লকডাউনে ঘর থেকে বের হতে না পারায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। মানুষের মাঝে হতাশা কাজ করছে।
তিনি বলেন, ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় ৪০ হাজার অসহায়, কর্মহীন, দুস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করার কর্মসূচি নেওয়া হয় কিন্তু সেটি এখন ৫০ হাজার ছাড়িয়েছে।
এ সময় নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, মো. হাফিজুর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শামছুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের মো. সাজেদুর রহমান রানা, ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।