1078
Published on এপ্রিল 25, 2020গোপালগঞ্জে শহরে ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পুরো রমজান মাস ধরে তারা গোপালগঞ্জ জেলা শহর ও এর আশপাশের এলাকারে দুই হাজার কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করবেন বলে জানিয়েছে শহর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক।
শনিবার (২৫ এপ্রিল) শহরের ব্যাংকপাড়া যুবিল্যান্ড রেঞ্জার্স চত্বরে শ্রমজীবীদের মধ্যে বিভিন্ন প্রকার সবজি বিতরণ করা হয়। বিভিন্ন প্রকার সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, উচ্ছে, ঢেঁড়শ, পুইশাক ও কলমি শাক।
সবজি পাওয়া শ্রমজীবীরা জানান, তারা অত্যন্ত খুশি। এই সবজি দিয়ে তাদের এক সপ্তাহ চলে যাবে। বাজার থেকে অধিক দাম দিয়ে তাদেরকে সবজি কিনতে হবে না।
এর আগে সবজি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডা. উর্মি হক। এই সময় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ রাজুসহ ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।