1222
Published on এপ্রিল 25, 2020নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দরিদ্র ৪ হাজার পরিবারের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের দুই উপজেলার দুইটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতাদের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতারসামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বসুরহাট পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কাউন্সিলর সাইফুর রহমান সোহাগ, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমুখ।