৪ হাজার পরিবারে পৌঁছে গেলো ওবায়দুল কাদেরের ত্রাণ সহায়তা

1198

Published on এপ্রিল 25, 2020
  • Details Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দরিদ্র ৪ হাজার পরিবারের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের দুই উপজেলার দুইটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতাদের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতারসামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বসুরহাট পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কাউন্সিলর সাইফুর রহমান সোহাগ, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত