1568
Published on এপ্রিল 25, 2020করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে বোরো তুলতে শ্রমিক সংকট দেশজুড়ে। এ পরিস্থিতিতে খাদ্য সরবরাহ অব্যহত রাখতে কৃষকের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ।
মুন্সিগঞ্জের শ্রীনগর থানার প্রান্তিক ধান কেটে দেওয়ার পাশাপাশি কৃষক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
ইফতার সামগ্রী বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মসূচি মোতাবেক স্বেচ্ছাসেবকলীগ এই আপদকালীন মুহূর্তে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত এই দুর্যোগকালীন মুহূর্তে প্রান্তিক কৃষকের ধানকাটাসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৬৪ জেলার প্রতিটি থানায় অসহায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ ।
জানা গেছে শবিবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আরিয়াল বিল অঞ্চলের কৃষক মালেক মোড়লের তিনবিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ধানকাটা কার্যক্রমে অংশ নেন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের বাইরে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু এবং শ্রীনগর থানা সেবক লীগের সভাপতি নিশাদ শিকদার।