926
Published on এপ্রিল 25, 2020করোনায় আক্রান্ত রোগীর বাসায় ফল, মাস্কসহ উপহার সামগ্রী পাঠালেন ছাত্রলীগ নেতা। অভয় দিলেন, 'তোমার ভয় নেই, আমরা আছি'। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে কাজিপাড়া গ্রামে।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা করোনায় আক্রান্ত হযরত আলীর বাসায় ফল, মাস্ক পাঠান। তার এ উপহার সামগ্রী পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান লিয়ন।
জেলা ছাত্রলীগ সভাপতির উপহার সামগ্রী পেয়ে করোনায় আক্রান্ত রমজান আলী ফেসবুকে জানান দিয়েছেন “ধন্যবাদ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ভাইকে আমার পাশে দাঁড়ানোর জন্যে, আল্লাহ আপনার মঙ্গল করুন”