গফরগাঁওয়ে ১৩০ পরিবার পেল মাছ-সবজি

1002

Published on এপ্রিল 25, 2020
  • Details Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহামারী করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে ঘরবন্দি ১৩০টি কর্মহীন পরিবারকে মাছ-শাক-সবজি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার বাগুয়া গ্রামে এমপির বাড়ির সামনে এসব বিতরণ করা হয়।

জানা যায়, স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাব ঘরবন্দি কর্মহীনদের মধ্যে তৃতীয় বারের মতো নিত্য প্রয়োজনীয় মাছ-শাক-সবজি বিতরণের আয়োজন করে। শুক্রবার বিকালে ক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল উপস্থিত হয়ে সবার হাতে তুলে দেন।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, কর্মহীন ৪০ হাজার পরিবারের মধ্যে আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আরো ৩০ হাজার পরিবারের মধ্যে বিতরণের প্রস্তুতি চলছে। ঘরবন্দি এসব পরিবারের মধ্যে অনির্বাণ ক্লাব নিত্য প্রয়োজনীয় মাছ-শাক-সবজি বিতরণ করেছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরবন্দি মানুষের সেবা করতে আমি এলাকাতেই অবস্থান করছি।  

Live TV

আপনার জন্য প্রস্তাবিত