ঝালকাঠিতে ২ হাজার পরিবার পেল ইফতার সামগ্রী

1131

Published on এপ্রিল 25, 2020
  • Details Image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষ থেকে ঝালকাঠিতে ২ হাজার পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষকে রমজানের শুরুতেই ইফতারসামগ্রী দেয়া হয়।

শুক্রবার সকাল ১০টায় শহরের কোর্ট রোডে ঝালকাঠি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের কার্যালয়ে ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

উদ্বোধন শেষে জনসমাগম এড়াতে এক কেজি করে মুড়ি, চিড়া, চিনি, ছোলা ও তেল দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও তার ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত