ইফতার সামগ্রী নিয়ে দুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ

1116

Published on এপ্রিল 25, 2020
  • Details Image

করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন ঈদের আগ পর্যন্ত ইফতার সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের আপদকালীন সময়ে ফ্রি ১০টি এ্যাম্বুলেন্স সার্ভিস, টেলি হেলথ কল সেন্টারে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পাবে এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানবতার সেবায় গরীব ও সাধারণ মানুষের পাশে থাকবে ।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনাভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, নাফিউল করিম নাফা এবং মহানগর দক্ষিণ সভাপতি কামরুল ইসলাম রিপনসহ অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত