877
Published on এপ্রিল 25, 2020বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের ব্যক্তিগত উদ্যোগে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪৫ জন প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে আসছে মাহে রমজান উপলক্ষে বিশেষ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী।
তরুণ এই নেতার পক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন, সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি কাজী নাজিম, সহ-সভাপতি মিশু, সদস্য রাশেদ ও উপজেলা ছাত্রলীগ কর্মী এহসানসহ স্থানীয় ভলান্টিয়ারবৃন্দ।
প্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগ নিয়ে রাসেল আরো বলেন, “ওয়ার্ল্ড রিপোর্ট ২০১১ অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ মানুষ কোন না কোন ভাবে প্রতিবন্ধিতার শিকার। সে অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার ১০ শতাংশ অর্থাৎ আনুমানিক ১ কোটি ৬০ লাখ মানুষ প্রতিবন্ধী হিসেবে ধরা যায়। বিষয়টি মোটেও এড়িয়ে যাওয়ার মতো নয়। সকল প্রতিবন্ধীদের অধিকার বঞ্চনা এবং শোষণমুক্ত জীবন কামনা করছি”।
গতকাল স্বেচ্ছাসেবকরা ইউনিয়নের স্থানীয় প্রতিবন্ধীদের ঘরে ঘরে গিয়ে তাদের উপহার সামগ্রী দিয়ে আসেন ও তাদের খোঁজ খবর নেন।
এ নিয়ে ভলান্টিয়ার ও শ্রমিকলীগ নেতা মোঃ মামুন আমাদের জানান, “আমরা রাসেল ভাইয়ের নির্দেশে কর্মহীন হত দরিদ্রদের সহায়তার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও কাজ করছি। গোপনেই কাজগুলো করতে চেয়েছিলাম পরে জানানোর প্রয়োজন বোধ করছি যাতে সবাই নিজ নিজ এলাকার প্রতিবন্ধী ভাই-বোনদের প্রতি বিশেষ নজর দেন”।