দেশজুড়ে অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

1123

Published on এপ্রিল 25, 2020
  • Details Image
  • Details Image

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এমন অবস্থায় অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশে দেশের দুই জেলায় কৃষের পাকা ধান কেটে দিয়েছে স্থানীয় যুবলীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনের জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল।

চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারিতে কৃষিতে শ্রমিক সংকটময় সময়ে যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকে সাড়া দিয়ে কৃষকের কৃষি জমির ধান কাটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগ।

একই ডাকে সাড়া দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলা যুবলীগ। তারাও কৃষকের কৃষি জমির ধান কাটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক খোকন মিয়ার ধান কেটে দিয়েছে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক রাসেল সরকার।

একইভাবে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা শাখা যুবলীগ, সুনামগন্জ জেলা যুবলীগ, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত