কুষ্টিয়ায় হতদরিদ্রের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতা

1659

Published on এপ্রিল 24, 2020
  • Details Image

নভেল করোনা ভাইরাসের কারণে কুষ্টিয়ায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী, হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ।

বৃহস্পতিবার মধ্যরাতে (২৩ এপ্রিল) বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের দই শতাধিক পরিবারের মাঝে চাউল , ডাল, বেসন, আলু , লাউ, মিষ্টি কুমড়া, বাঁধা কপিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। রোজাকে সামনে রেখে নিজেই বাড়ি বাড়ি গিয়ে, উপহার প্যাকেট বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা।

সুরঞ্জন ঘোষ জানান, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো পরিস্থিতিতে মানুষের দোরগোঁড়ায় গিয়ে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই মাঠ পর্যায়ে নানা সেবা দিয়ে আসছে সংগঠনের নেতাকর্মীরা।


তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় খাদ্য সহায়তা প্রদান করছে এবং সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে আসছে। এর অংশ হিসেবেই আমি নিজ এলাকাসহ আশপাশের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও এ সহায়তা কর্মসূচি অব্যাহত রাখবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত