চাঁদপুরে ২ হাজার মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর খাদ্য সহায়তা

980

Published on এপ্রিল 24, 2020
  • Details Image

চাঁদপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া এবং দরিদ্র পরিবারের মাঝে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং পাশের বালুধুম স্কুল মাঠে উপস্থিত ২ হাজার মানুষের হাতে এসব খাদ্যসহায়তা তুলে দেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান বাদল। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন খান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণ চলাকালে খাদ্যসহায়তাপ্রত্যাশীরা সামাজিক দূরত্ব রক্ষা করে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সমাজসচেতন ব্যক্তিদের নিয়ে এই ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এতে দলের বাইরেও আমাদের সাধ্যানুযায়ী খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছি। যে কারণে বিষ্ণুপুর ইউনিয়ন থেকে শুরু করে চাঁদপুর এবং হাইমচরে ডা. দীপু মনির নির্বাচনী এলাকার কোনো মানুষ অভুক্ত থাকবে না।

সংশ্লিষ্টরা জানান, চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্বাচনী এলাকায় বর্তমান করোনা পরিস্থিতির কারণে অসহায়- এমন ৬০ হাজার পরিবারকে পর্যায়ক্রমে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। তারপরও আরো কয়েক হাজার পরিবারকে নতুন করে খাদ্যসহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত