গাজীপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

1409

Published on এপ্রিল 23, 2020
  • Details Image

করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়া কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। বিভিন্ন জেলায় দলবেঁধে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির নেকাতর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।

করোনাভাইরাস অতি সংক্রামক হওয়ার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে সরকার ঘোষিত ছুটি। আর এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান তোলার সময়। দেশে খাদ্যের বড় জোগান আসে এই বোরো ধান থেকে। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা।

এদিকে বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরের বরমীতে গাজীপুর জেলা ছাত্রলীগের একটি দল দুলাল মিয়া নামের এক কৃষকের ধান কেটে দেয়।

গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সারোয়ার জাহান মামুন বলেন, চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বুধবার থেকে বরমী ইউনিয়নের কৃষক দুলার মিয়ার জমিতে থাকা পাকা ধান কেটে দেয় এবং বাড়ি পৌছে দেয়

তিনি আরও বলেন, পর্যাক্রমের যারা শ্রমিক ও অর্থ সঙ্কটের কারণে ধান কাটতে পারছে না তাদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার কাজটি করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত