1283
Published on এপ্রিল 24, 2020নরসিংদী পৌরশহরে রাস্তায় ভ্যানগাড়ি নিয়ে শহরের বিভিন্ন মহল্লায় ফ্রি সবজি বিতরন করছে নরসিংদী সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলিফ জোবায়ের রুমান। এসময় সে বেগুন, করলা, ঢেঁড়শ, আলু, মিস্টিকুমড়া সহ নানা-রকম সবজি বিতরন করে।
করোনাভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। টানা ছুটি ও লকডাউনে সারাদেশের মত নরসিংদী শহরের মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন।এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। দুর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে সহায়তা করছে।
এসময় ছাত্রলীগ নেতা আলিফ জোবায়ের রোমান জানান, নরসিংদী জেলা আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় সাংসদ নজরুল ইসলাম হিরু মহোদয়ের দিক-নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রলীগ এই উদ্দ্যোগ নিয়েছি, ইতিমধ্যেই আমরা ছাত্রলীগ বিভিন্ন টিমে ভাগ হয়ে সবজি বিতরণে কাজ করছি,তাছাড়া পাশাপাশি আমরা প্রানীজ আমিষ বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আসন্ন মাহেরমজানে পুরো রমজান মাস ব্যাপী এইসব সবজি সামগ্রী উপহার হিসেবে নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করবো ইনশাআল্লাহ।