খাগড়াছড়িতে ৩০০০ এর বেশি পরিবার পেল জেলা পরিষদ সদস্যের সহায়তা

3496

Published on মে 9, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ রোধে বেকার হয়ে যাওয়া ৩০০০ এর বেশি হতদরিদ্র পরিবারের মাঝে সম্পূর্ণ নিজের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি পনের লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি পৌর এলাকার ২৮০০ পরিবারের কাছে দৈনন্দিন প্রয়োজনের ভোগ্যপণ্য বিতরন করেন।

এই বিতরন কাজে গত দুইদিন ধরে চল্লিশজন স্বেচ্ছাসেবী ছাত্র-তরুণ রাতদিন কাজ করে ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি মশুর ডাল, আধা কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল আর ১ কেজি পিঁয়াজের প্যাকেজ তৈরি করে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে মহাজনপাড়া ও মাষ্টারপাড়া এলাকায় ১৮০ পরিবার ও দক্ষিণ খবং পড়িয়া এলাকার দশবল বৌদ্ধ বিহারে ২০৫ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি আলু,আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা কেজি পেঁয়াজ তুলে দেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) পৌর এলাকায় ৩ নং ওয়ার্ড মুসলিম পাড়া ও শান্তিনগর এলাকায় গৃহবন্দী থাকা কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

 বুধবার ৬ই মে মহালছড়িতে হামে আক্রান্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুষ্টিকর খাদ্য উপহার বিতরণ করেন তিনি। সকালে মহালছড়ি উপজেলার প্রত্যান্ত জনপদ যৌথ খামার রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন ত্রিপুরা পাড়ায় এসব খাদ্য সামগ্রী তুলে দেন পার্থ ত্রিপুরা জুয়েল। 

প্রধানমন্ত্রীর পুষ্টিকর খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে চাল, তেল,আলু,ডিম,ডাল,সাবান,লবণ,পেঁয়াজ তুলে দেওয়া হয়। এ সময় হাম ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামুলক নানা দিক নির্দেশনা দেওয়া হয়।

পার্থ ত্রিপুরা জুয়েল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দৈব-দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তাঁর এবং সরকারের নামেই এসব ত্রাণ বিতরন করা হয়।

তিনি জানান, খাগড়াছড়ির সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র পরামর্শমতে ক্রমান্বয়ে জেলার প্রত্যন্ত জনপদেও সরকারি-বেসরকারি উদ্যোগের সাথে সমন্বয় করে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত