1442
Published on এপ্রিল 23, 2020কুমিল্লার দেবীদ্বারে ২০ হাজার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা চত্বরে বিতরণ উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।
ব্যক্তিগত তহবিল থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১৫টি ইউপি ও একটি পৌরসভার ২০ হাজার পরিবারের মধ্যে ৩২০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সাংসদ করোনা পরিস্থিতি সর্ম্পকে বলেন, এ মহামারি থেকে বাঁচতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হতে হবে। নিজে সুরক্ষিত থাকলে পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।
এই উদ্যোগের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার ইউসুফপুর, বড়শালঘর, রসুলপুর ও মোহনপুর এ চারটি ইউপিতে ২০টি পিকআপের প্রতিটিতে ৭০০ প্যাকেট করে মোট ২৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও এক কেজি ডাল।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মো. রাকিব হাসান, পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, ওসি মো. জহিরুল আনোয়ার, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, মো. নুরুল ইসলাম, ইকবাল হোসেন রুবেল, সাদ্দাম হোসেন প্রমুখ।