১৫০০ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিলো ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি

1354

Published on এপ্রিল 23, 2020
  • Details Image

করোনা ভাইরাস এর ফলে সৃষ্ট বৈশ্বিক এ সমস্যা বাংলাদেশেও সংকট সৃষ্টি করেছে। এ সংকট উত্তরণে  বাংলাদেশ অাওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা তাঁর অক্লান্ত পরিশ্রম, মেধা, দক্ষতা, প্রজ্ঞা, দুরদর্শী ও অদম্য নেতৃত্বের মাধ্যমে সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিনিয়ত উজ্জীবিত করছেন সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ সংকট উত্তরণে সাধারণ  মানুষের পাশে থাকার জন্য। এ প্রেক্ষিতে বাংলাদেশে বিদ্যমান করোনা ভাইরাস  সংকটে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক কল্যাণে অসহায়, কর্মহীন মানুষ বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার যারা অতি কষ্টে দিনাতিপাত করছেন, যারা ত্রাণ সামগ্রী চাইতে পারেন না তাদের পাশে সহায়তা সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক  তত্ত্বাবধানে ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। আজ (২৩ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সহায়তা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর শ্রদ্ধেয় সদস্য মতিয়া চৌধুরী এমপি এবং ত্রাণ ও  সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। 

সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলাবুট, ১ কেজি লবন, ১ কেজি মুসুরি ডাল, বিশেষ ধরনের এন্টিসেপটিক সাবান।  বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা বৃন্দ, মহিলা শ্রমিক লীগের সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরাম্যানবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ফটো সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ প্রায় ১৫০০ পরিবারের মাঝে প্রতিনিধির মাধ্যমে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যবৃন্দ সুজিত রায় নন্দীর নেতৃত্বে কষ্টে থাকা এ সকল পরিবারের সদস্যবৃন্দ যাতে  তাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে সে লক্ষ্যে বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,  উপ-কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, প্রফেসর এম কামরুজ্জামান, আখলাকুর রহমান মাইনু, হারুন অর রশীদ, আকাশ জয়ন্ত, নুরুল হক সজীব, শেখ আতিকুর রহমান সুমন, মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আকতার ও সাধারণ সম্পাদক  কাজী রহিমা আকতার সাথী, আওয়ামী মটর চালক লীগের সভাপতি হাজী মো. আলী হোসেন, মুফতি মাসুম বিল্লাহ, মো. শাহীন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত