2477
Published on মে 23, 2020করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবন-জীবিকা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। এমন পরিস্থিতিতে রাজধানীর রায়ের বাজার বশিরের বস্তিসহ আরও পার্শ্ববর্তী এলাকার বস্তিতে নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মোঃ শাহাবুদ্দিন ফরাজী।
গত ২৩ মে শনিবার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, পোলাওয়ের চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, তেল, চিনি, গুঁড়া দুধ ও সেমাই।
এর আগে ২২ এপ্রিল বুধবার সকালে তিনি নিজে প্রতিটি ঘরে গিয়ে এ সকল পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।এ ত্রানসমগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল,২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১লিটার তৈল।
এ সময় শাহাবুদ্দিন ফরাজী বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ত্রাণের জন্য কাউকে বের হতে হবে না। এরপরেও আমি নিজ উদ্যোগে আমরা ঘরে ঘরে চেষ্টা করছি সাহায্য সহযোগিতা পৌঁছিয়ে দিতে।যাতে মানুষের কোন সমাগম না হয় ত্রাণ বিতরণের সময়। আমার এ কার্যক্রম চলমান থাকবে।
মাদারীপুর সানার পাড় ডেমরায় বসবাসকারী কর্মহীন ২৫টি পরিবারের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করেন শাহাবুদ্দিন ফরাজী।