খুলনায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

1514

Published on এপ্রিল 23, 2020
  • Details Image

লকডাউনের কারণে শ্রমিক সংকটের মাঝে খুলনায় কৃষকের ধান কাটতে এগিয়ে এলো যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে নগরীর দেয়ানা বিলে মহানগর যুবলীগ আহ্বায়কের নেতৃত্বে প্রায় ১৫ জন নেতাকর্মী কৃষকের জমির ধান কেটে দেন। এ সময় ছাত্রলীগ নেতারাও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, করোনা সংক্রমণরোধে লকডাউন চলছে বিভিন্ন জেলায়। ফলে মাঠে কৃষকের পাকা ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এদিকে আবহাওয়া অফিস বলছে, সামনে হতে পারে বৃষ্টি, ঝড়ো হাওয়া। ফলে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কৃষকের ধান। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় কৃষকের পাকা ফসল ঘরে তুলতে এগিয়ে এসেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে নগরীর দৌলপুরের দেয়ানা বিলে তারা কৃষকের ধান কেটে দেন।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সকালে আমরা তিন বিঘা জমির ধান কেটেছি। বিকেলে আরও জমির ধান কাটা হবে। আমাদের এই কাজ চলবে। আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, ছাত্রলীগ গত বুধবার বটিয়াঘাটায় কৃষকের ধান কেটে দিয়েছে। বৃহস্পতিবার আমরা দৌলতপুরের ধান কেটেছি। পর্যায়ক্রমে তেরখাদাসহ বিভিন্ন উপজেলায় এই কাজ শুরু হবে।

দেয়ানা বিলের কৃষক আজাহার মোড়ল জানান, তিনি কিছু শ্রমিক নিয়ে প্রতি বছর ৫ বিঘা জমিতে ধান চাষ করেন। এবার শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরা সাহায্য করায় তিনি ধান ঘরে তুলতে পেরেছেন।

ধান কাটার সময় আরও অংশ নেন যুবলীগ নেতা মুহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত