সাতকানিয়া-লোহাগড়ায় আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

1188

Published on এপ্রিল 23, 2020
  • Details Image
  • Details Image

করোনাভাইরাসে (কভিড-১৯) উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত উদ্যোগে সাতকানিয়া-লোহাগড়ার ২ হাজার ৫’শ কর্মহীন হতদরিদ্রের পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রাম থেকে এ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলার বিভিন্ন গ্রামের আড়াই হাজার পরিবারে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে দলীয় নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতার সামগ্রী স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে হতদরিদ্রের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা যায়।

এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান, স্থানীয় ইউপি সদস্য মো: সেলিম উদ্দিন, সাতকানিয়া কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লুৎফর রহমান মাসুম।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সাতকানিয়া-লোহাগড়ার কর্মহীন ২৫০০ হতদরিদ্রের পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, এ ভাইরাস হতে মুক্তির জন্য আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একজন অপরজনের সাথে কথা বলার সময় ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। যেকোন ধরনের সমাবেশ বন্ধ রাখতে হবে। তাহলেই আমরা এ রোগের বিস্তাররোধ করতে পারব। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

করোনা সংক্রমণ রোধে কোয়ারেন্টাইনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রত্যেকে নিজেকে আইসোলেশনে নিয়ে যেতে হবে। সরকারের নির্দেশনা মেনে আপনারা কোয়ারেন্টাইন মেনে চলুন। কোয়ারেন্টাইন থাকা অবস্থায় আপনি নিজেকে, পরিবার এবং সমাজকে নিরাপদ রাখবেন।

তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন আমি আপনাদের পাশে আছি । সবাই ভাল থাকবেন ।

সৌজন্যেঃ দৈনিক ইত্তেফাক

Live TV

আপনার জন্য প্রস্তাবিত