978
Published on এপ্রিল 23, 2020করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মিরসরাই উপজেলার কর্মহীন, অসহায় ১২ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে তার এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন মিরসরাই ইকোনমিক জোন-১-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।
আগামী ১৫ রমজানের মধ্য প্রথম পর্যায়ে ৬ হাজার ও দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৬ হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে মাহবুব রহমান রুহেল বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সব সময় মানুষের পাশে ছিলেন। আমি ওনার উপহার নিয়ে এসেছি। যার যার প্রয়োজন তাদের সবার ঘরে আমরা এ উপহার পৌঁছে দিব।
এর আগে মাহবুব রহমান রুহেল নিজেও এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচিও হাতে নিয়েছেন তিনি।