2176
Published on এপ্রিল 23, 2020করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে সিলেট নগরবাসীর চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য মোবাইল ফোনে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রাক্তন প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
সিলেটে কর্মরত ১০ জন চিকিৎসকের সমন্বয়ে এই সেবাটি চালু করা হয়েছে। বুধবার বিকালে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসকদের সাথে পরামর্শ করে আসাদ উদ্দিন আহমদ এই সেবাটি চালু করেন।
বিষয়টি সিলেটবাসীর কাছে পৌঁছে দেয়ার জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে চিকিৎসকদের মোবাইল নম্বর সম্বলিত লিফলেট বিতরণ শুরু হয়েছে।
এ ব্যাপারে আসাদ উদ্দিন আহমদ বলেন, সংকটময় এই পরিস্থিতিতে জনগণের মধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত নানা প্রশ্ন এবং অন্যান্য সাধারণ চিকিৎসা সেবার প্রয়োজন হচ্ছে। কিন্তু এ মুহূর্তে যানবাহন চলাচল সীমিত থাকায় রোগীরা হাসপাতালে এসে সেবা নিতে পারছেন না। অনেকের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। তাই সিলেটের সাধারণ জনগণের চিকিৎসার কথা চিন্তা করে এই বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালুর উদ্যোগ নিয়েছি। ১০ জন চিকিৎসক সকাল ১০টা থেকে বিকাল ৩টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগীদের সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। আশাকরি এটি নগরবাসীর উপকারে আসবে।
এ সেবা নিতে সিলেটবাসীকে ডা. এম আহমদ হোসেন (০১৮১৪-৩৮৬৬৩৬), ডা. মো. হাসনাত কবির (০১৬২৯-৬৪৫৪১২), ডা. সুনির্মল বিশ্বাস (০১৩১২-৩৫৩৭১০), ডা. ওয়াসিম আকরাম (০১৭০৯-৮৮৮৪৬১), ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (০১৭১৯-৪২৫৮৫৪), ডা. কিশোর কুমার পাল (০১৭১৯-২৩২৩৫০), ডা. আব্দুর রহমান জাবেদ (০১৭৪২-৯২০৯২৯), ডা. হুমায়ুন কবির পাভেল (০১৭১৬-৬৯১৩৫৭), ডা. শিবনাথ ভট্টাচার্য (০১৭৩৩-৭৭৪৮২৪) ও ডা. সাইফুর রহমান (০১৬৭৪-৮০৬৮৬৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আসাদ উদ্দিন আহমদ।