974
Published on এপ্রিল 23, 2020পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়ার পারিবারিক উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল (বুধবার) সকালে তার এলাকার ৭টি ইউনিয়নের ৫শ অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য লোকন মিয়া।
স্থানীয় খাঁপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এম এ মালেক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিলু, যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক জাহেদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজমিল হোসাইন, শামীম আহমেদ ও জাহাঙ্গীর আলম।