1060
Published on এপ্রিল 22, 2020গাজীপুরের শ্রীপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়া ফকির পাড়া গ্রামের কৃষক সারফুল মিয়ার এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।
কৃষক সারফুল লোক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম। তার উদ্যোগে ছাত্রলীগের ১৩ নেতাকর্মী কৃষকের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। স্থানীয়দের মাধ্যমে শ্রমিক সংকটের খবর পেয়ে সেখানে কাঁচি-মাথাল নিয়ে হাজির হই।’
কৃষক সারফুল ইসলাম বলেন, ‘প্রথমে বিশ্বাস হচ্ছিল না, সুলতান ভাই ও তার কর্মীরা বিনা পারিশ্রমিকে জমির ধান কেটে ঘরে তুলে দেবে। জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার পর আমার বিশ্বাস হয়েছে। খুব খুশি হয়েছি, তাদেরকে মুড়ি খাইয়ে আপ্যায়ন করেছি।'
ধান কাটায় সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন মারুফ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উপ-সম্পাদক সজীব হাসান, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন বাদশা, সৈয়দ মিজানুর রহমান, মামুন মিয়া, শাকিল হাসান এবং তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক সজল হাসান রানা।