1025
Published on এপ্রিল 22, 2020করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের একটি দল চিত্রাপাড়া বিলে রবিউল শেখ নামে এক কৃষকের ধান কেটে দেয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেল নিজামী, জুয়েল মুন্সী, সাজ্জাদ হোসেন সুমন, শামীম দাড়িয়া, মাইনুল ইসলাম রিমু, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে এই মহামারীর সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।
কৃষক রবিউল শেখ বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েক দিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলেন। এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধানকাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকটা বিবেচনা করে আমরা উপজেলার ১১টি ইউনিয়নে ৪৫ জন করে ১১টি টিম করেছি। এই টিম হতদরিদ্র ও বর্গাচাষিদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দেবে।