1147
Published on এপ্রিল 22, 2020নেত্রকোনার দুর্গাপুরে সারা দেশের মতো চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে চন্ডিগড় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকর্মীরা সাতাশি গ্রামের কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা সাতাশি গ্রামের কৃষক রুস্তম আলী ও ফজলুল হকের প্রায় ৯০ শতক জমির ধান কেটে দেন।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে ওই এলাকার কৃষকদের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।