রাঙ্গামাটিতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

1036

Published on এপ্রিল 22, 2020
  • Details Image

রাঙামাটির বরকল উপজেলায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সুবলং ইউনিয়নের কৃষক শাহানাজ বেগমের ৪ একর জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।

কৃষক শাহানাজ বেগম লোক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে ২৫ নেতাকর্মী কৃষকের এ জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।

বরকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। স্থানীয়দের মাধ্যমে শ্রমিক সংকটের খবর পেয়ে সেখানে কাঁচি-মাথাল নিয়ে হাজির হই।’

কৃষক শাহানাজ বেগম জানা, ‘প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ছাত্রলীগের কর্মীরা বিনা পারিশ্রমিকে জমির ধান কেটে ঘরে তুলে দেবে। জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার পর আমার বিশ্বাস হয়েছে। খুব খুশি হয়েছি, তাদেরকে মুড়ি খাইয়ে আপ্যায়ন করেছি।’

ধান কাটায় সময় অংশ নেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলাল হোসেন, সাবেক গ্রন্থনাও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃরাজিব হোসেন, মোঃ সোহেল হোসেন, সেলিম মাহমুদ সুমন, মোঃ রেজাউল ইসলাম, মোঃরিমন হোসেন, মোঃ লিটন হোসেন, মোঃআলামিন, মোঃবেলাল মোঃজসিম, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ আরাফাত প্রমূখসহ অন্যান্য নেতাকর্মীরা।

তারা আরো বলেন, আমরা কৃষক শাহানাজ বেগমের ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করলাম। যতদিন এই মহামারি দুর্যোগ থাকবে এবং অসহায় কৃষক তার জমির ধান কাটতে শ্রমিক পাবেন না, সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাবো। আমরা উপজেলা ছাত্রলীগ শুরু থেকেই পাহাড়ের মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত