করোনায় পর্যুদস্ত গাজীপুরের সাড়ে ৪ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা

2138

Published on এপ্রিল 22, 2020
  • Details Image
  • Details Image

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার প্রায় হাজার খানেক আত্মসম্মানী অভাবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেংরা (জাম্বুরিপাড়া) গ্রামের তরুণ এক রংমিস্ত্রি । মা ও দুই শিশু সন্তানসহ পাঁচ সদস্যের সংসার তাঁর। কর্মঠ মানুষ তিনি, ফলে তাঁর সংসারে কখনো অভাব উঁকি দেয়নি। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এক মাসেরও বেশি সময় ধরে কর্মহীন তিনি। হাতে থাকা টাকায় প্রায় মাস খানেক চললেও কয়েকদিন ধরে টানাপড়েনে পড়েন। এতে দিশেহারা হয়ে পড়েন তিনি। ওই অবস্থায় আজ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখেন খাদ্যসামগ্রীর একটি প্যাকেট। তাতে লেখা রয়েছে, 'ভাই, আস সালামু আলাইকুম। খাদ্যসামগ্রীর এই প্যাকেটটি আপনার জন্য। দয়া করে ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। আপনার শুভ কামনায়-জামিল হাসান দুর্জয়।

শুধু এই রংমিস্ত্রী নয়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার প্রায় হাজার খানেক আত্মসম্মানী অভাবী মানুষের ঘরে একইভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয়।

শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী জানান, যাদের দেখলে অভাবী মনে হয়, দানপ্রাপ্তির ক্ষেত্রে তারাই এগিয়ে থাকে। কিন্তু সমাজে এমন একটি শ্রেণি রয়েছেন, যাঁদের সামাজিক অবস্থান অভাবী মানুষের মত না। আত্মসম্মানবোধের কারণে যাঁরা নিজেদের ঘুটিয়ে রাখেন। তাঁরা হাত পাতেন না। ঠিক ওই শ্রেণির লোকদের খুঁজে গোপনে তালিকা করে একরাতে নিজ নিজ এলাকার নেতাকর্মীদের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দেন জামিল হাসান দুর্জয়।

জাহাঙ্গীর আলম সিরাজী আরো জানান, আত্মসম্মানী অভাবী মানুষ ছাড়াও গতকাল সোমবার ৩ হাজার ৬০০ প্যাকেট খাদ্যসামগ্রী অতিদরিদ্র মানুষদের ঘরে পৌঁছে দেন তাঁরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত