2387
Published on এপ্রিল 22, 2020করোনাভাইরাসের সংক্রমণে জনজীবন স্থবির। এতে নিম্ন আয়ের মানুষদের জীবনে হুট করেই লেগেছে বড় ধাক্কা। সরকারের বিধিনিষেধ থাকায় বের হওয়ারও উপায় নেই। লকডাউনের কারনে বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করতে এবং ক্ষুধার্তদের ক্ষুধা নিবারন করতে রাতের আধারে রাস্তার পাশে সারাদিন না খেয়ে শুয়ে থাকা পাগল,দিনমজুর, অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের নেতা এস এম নাসির উদ্দিন হীরা।
রাস্তার ময়লা থেকে প্লাস্টিকের বোতল খুঁজে সেগুলো বিক্রি করে জীবন চলে ১০ বছরের মামুনের।পর্যাপ্ত টাকা আয় না হওয়ায়, প্রায়ই রাতে না খেয়েই ঘুমিয়ে যায় সে। তার মতো অনেকেই এভাবে ঘুমিয়ে থাকে ফুটপাতে। ঘুম ভেঙ্গে খাবার পেয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় এস এম নাসির উদ্দিন হীরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে মসিক মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটুর দিকনির্দেশনা ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফের সহযোগিতায় খাবার দিচ্ছি । দিনেরবেলা রান্না করা খাবার দিতে গেলে মানুষের মধ্যে জনসমাগম হয়ে যায় অনেক বেশি। তখন সামাজিক দূরত্বও বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া তাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে, তাই রাতের বেলা নীরবে রাস্তায় ঘুরে ঘুুরে রাস্তার পাশে থাকা অসহায় পাগল,ভিক্ষুক আর নিম্নবিত্তদের মাঝে এ খাবার বিতরণ করছি। এসময় তিনি সমাজের বিত্তবানদের এইসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
প্রতিদিন রাতে ময়মনসিংহ মহানগরের ছাত্রলীগের নেতা নাসির উদ্দীন হীরা অসহায় না খেতে পারা ক্ষুধার্তদের মাঝে প্রতিদিন টাউন হল, চরপাড়া, ময়মনসিংহ রেল স্টেশন, র্যালির মোড়, ব্রীজের মোড় সহ শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন বলে জানায়।
উল্লেখ্য এর আগে এ ছাত্রনেতা ময়মনসিংহের বেদে পল্লী, ব্রীজমোড়,কালীবাড়ী কবরখানা,ভাটিকাশর কবরখানা এলাকা,চরপাড়া,কাচিঝুলি মোর সহ শহরের বিভিন্ন স্থানে অসহায় নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী (চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ,লবন) সহ সচেতনতা মূলক লিফলেট, সাবান, এন্টিসেপটিক, মাস্ক ও হান্ড স্যানিটাইজারস বিতরণ করেন।