গফরগাঁওয়ে ঘরবন্দি ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

927

Published on এপ্রিল 22, 2020
  • Details Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে যুবলীগের উদ্যোগে কর্মহীন শ্রমজীবী ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, খুরশিদ মহলসহ তিনটি স্থানে এ বিতরণ কার্যক্রম চলে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ কামরুল ইসলাম ফকরুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাহবুব উল আলম প্রমুখ।

পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাহবুব উল আলম বলেন, করোনাভাইরাস শ্রমজীবী মানুষদের কর্মহীন করে দিয়েছে। সংক্রমণ রোধে সরকারের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘরবন্দি কর্মহীন শ্রমজীবী ৩০০ পরিবারকে আমরা যুবলীগের উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত