অসচ্ছল ৮০০ পরিবারের পাশে রাবি ছাত্রলীগ সাধারন সম্পাদক

2156

Published on এপ্রিল 22, 2020
  • Details Image
  • Details Image

করোনাভাইরাস জনিত দুর্যোগে লকডাউনরত অবস্থায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয়-রোজগার বন্ধ। এতে বিশেষ করে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পরেছে দেশের দিনমজুর ভিত্তিক পরিবারগুলো। দেশের এই করুন পরিস্থিতিতে একের পর এক দুস্থ পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই ধারাবাহিকতায় নিজ উদ্যোগে নিজ এলাকা রাজশাহীর নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন ও অস্বচ্ছল ৮০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ।

করোনার কারণে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল- ২০২০) সকাল ১০ টা থেকে নওহাটা মহিলা কলেজ মাঠে পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় আট শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন ফয়সাল আহমেদ রুনু বলেন, করোনা ভাইরাসের কারণে সমাজের খেটে খাওয়া, দিনমজুর ,অসহায় ও দুস্থ মানুষগুলো কাজ না করতে পারায় অনেক কষ্টে দিন পার করছে। দেশের এই ক্রান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি অসহায় ও অস্বচ্ছল পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব সেবা। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে এই অসহায় পরিবারগুলোর পাশে থাকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আমি আমার এলাকার কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের সব অস্বচ্ছল ও অসহায় ছাত্রদের পরিবারের পাশে থাকার কথা দিয়েছে ও অনেকের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছে । ভবিষ্যতে আরো খারাপ কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হলে আমরা এই মানুষগুলোর পাশে থাকবো।

এই মানুষগুলো করোনার কারণে এখন কর্মহীন তাই তাদের পাশে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসতে আহ্বান জানান রাবি ছাত্রলীগের এই নেতা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত